echo '' ;

ভ্রুন ঘেড়ে দিয়ে ভালোবাসার

—নিলুফা ইয়াসমিন

ভ্রুন ঘেড়ে দিয়ে ভালোবাসার

তুমি কোন খেয়ালে বিষ দিতে চাও মনে?

অন্তত কি বাচতে দিতে পারোনা!!!

তুমি কোন আদম!!

চোখের তারায় যার দেখেছি স্বপ্নীল ঘা

অথবা বিধ্বংসী প্রেমের বীজ,

চেয়েছি আমিও অল্প যদিও আমাদের এই চাওয়া অপরিচিত খুব

তোমার হাতের মুঠোয় হাত পুরে দেয়ার ইচ্ছা

অথবা আমার স্কিনের কোষে তোমার আঙুলের ছাপপড়া তুমি মুছে দিতে পারোনা!!!

অথবা ফাল্গুনে,

আমার রক্তে তোমা পর্যজ্জ জাগরন তুমি কি পারবে

তোলপাড় ঝড় বন্ধ করতে!

কিংবা আমার কপালে তোমার নামকরে তুলে দেয়া টিপ

তুমি তুলে নিতে পারোনা….

জানি,তোমার শিলাবুকে স্থান হবেনা কখনো

তবু আমি নিরবে ভালোবেসে যাব,

প্রেমের কঠিন পাঠগুলো যা দিয়েছে মনে

অনৃত করে নেবোনা কখনো।

You may also like...