echo '' ;

নারী


নিলুফা ইয়াসমিন

সমস্ত দেহজুড়ে কোমলতা আর ভাষ্যে রুঢ়
ধাধা কাটায় অক্ষম আর ধাধার সুত্রধারী
আমি এক নারী।
বক্ষে স্তন আছে, হাড়ও আছে
লড়তে এসো
জবাব দিতে প্রস্তুত আমি।
গোমতীর মত শান্তচোখে ভালোবাসা
ঘৃনাও যে হয়
দেখতে চেয়োনা, জ্বলে যাবে
আর পড়ে রবে সব ছাই।

ভালোবাসো ধীরে
কামনা করোনা, সমস্ত ভূপাতিত হবে অঙ্গারে।

You may also like...