echo '' ;

থাক অশ্রুত

তোমার-আমার সম্পর্কটা হোক এমন,

-কেমন আছো!

-ভালো আছি ,আপনি ভালো আছেন?

-হ্যা ভালো আছি…

এরচে বেশি চেয়ে নিলে পরে

ইতি টেনো জবাবহীন

অনেক কথার মত ভালোবাসি কথাটা থাক অশ্রুত

থাক অজানা এই যে,

তোমাকে চেনার আগে ভেবেছিলাম নাহ  প্রেম নয়,

আর নিজের আত্না রুঢ় করার চেষ্টায় তোমাতেই ডুবে গেলাম।।

হাতভরে নকশা কাটা অথবা কবিতা লেখার ছলে মনটা

তোমার নামটাই বারবার টেনে আনে।

এতটা ভালো কখন বাসলাম তোমায়!

তবে কি,

সেই রাতেই ভালোবেসেছিলাম

যখন ইনবক্সে জানিয়েছিলে শুভরাত্রি।

তারপর আড়চোখে মাঝে মাঝে দেখা হলে তোমায় দেখা

আর তুমি জিজ্ঞেস করলে সেই পরিচিত শব্দ,

কেমন আছো! , আর ঠোটে স্মিত হাসি

ভালো আছি……আপনি?

You may also like...